হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আরবাইনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মজিদ মীর আহমাদী ইমাম হোসাইন (আ.)-এর চেহলুম বা আরবাইনে জিয়ারতকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে তিনি আরও বলেন, ইরানে বসবাসকারী আফগান নাগরিকরা আরবাইন উপলক্ষে ভিসা ছাড়াই ইরাকে যেতে পারেন, তবে তাদের জন্য প্রয়োজনীয় ভ্রমণ কাগজপত্র সঙ্গে রাখা আবশ্যক।
তিনি বলেন, খোসরাভি, বাশমাক ও তামারচিন সীমান্ত থেকে জিয়ারতকারীরা ইরাকে যেতে পারবেন।
সারা বিশ্বের জিয়ারতকারীরা ইরাকে হযরত ইমাম হোসাইন (আ.) এবং তাঁর অনুগত সঙ্গীদের চেহলুম কর্মসূচিতে অংশগ্রহণ করবে।
উল্লেখ্য যে, ২০ সাফারে কারবালার বন্দীদের কাফেলা কুফা ও সিরিয়া পৌঁছে কারবালায় ফিরে আসে, যেখানে তারা তাদের প্রিয়জনদের শোক প্রকাশ করে।
একটি রেওয়ায়েত অনুযায়ী, সাহাবি রাসুল জাবির বিন আবদুল্লাহ আনসারীও কারবালায় পৌঁছেছিলেন, যিনি পরবর্তীতে কারবালায় ইমাম হোসাইন (আ.)-এর কবরের প্রথম দর্শনার্থী হয়েছিলেন।